শুন শুন মন্ত্রী নন্দন। (shun shun montri nondon)
শুন শুন মন্ত্রী নন্দন।
কথার নড়চড় হবে না, যদি মোর যায় জীবন॥
যদি সূর্য পশ্চিম দিকে,
কিংবা অন্য দিকে,
তবু মন্ত্রীসূত মম বাক্য, মিথ্যা না হবে কদাচন॥
যদি অতি ঘোরতর
মোর কাছে অপরাধ কর,
কিংবা প্রাণ হয় কাতর, নির্ভয় অন্তরে কর কার্য সম্পাদন॥
নজরুল এসলাম কয়,
তোমার প্রতিজ্ঞা নিশ্চয় হইবে হে লয়,
এখন তোরে দেয় অভয়, পরে বিষ বরিষণ॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। চাপান সং। রাজপুত্র-মন্ত্রীপুত্র। রাজপুত্রের গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৭-৩৮।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৫৮৬]
- বিষয়াঙ্গ: লোক-কাহিনি অবলম্বনে রচিত ' রাজপুত্র-মন্ত্রীপুত্র' পালার চাপান সং'-এর দ্বিতীয় গান। ভণিতা নাই।