শুনতিছ? ও বিন্দে

চাকর:     শুনতিছ? ও বিন্দে! ও কনে বাড়ির ঝি!
             এ্যাঃ কথাটা মোটেই কানে যাচ্ছে না!
             বলি একবার ফিরে চাইয়েই দ্যাখো!
             ও বিন্দে! ঘাড় ফিরায়ে চাও তোমার ঐ চোখ মেলে।
             সত্যি বল্‌তিছি, তুমি সগ্যে যাবা আমার মতন লোক পেলে॥
ঝি:         ‘তুই বরের বাড়ির চাকর, সেই সম্পক্কে বেহাই
             তাই পেলি আজ রেহাই।
             নইলে পোড়ার মুখে দিতাম ঢেলে বাসি-আকার ছাই॥
চাকর:    কেডা কলো বিন্দে, মোগো সম্পক্ক নাই?
            আমি তোমার ননদের যে একমাত্র ভাই।
            তাকি ভুলে গেলে?
ঝি:        মর্‌ মিন্‌সে সয় না সবুর হাড় জ্বালাতে ফের এলে।
            ঘেমে নেয়ে উঠেছো যে বিরহেরি বোঝা ঠেলে!
            একটু দাওয়ার বোসো।
চাকর: [বাতাস কর্‌বা নাকি?]
ঝি:        আঃ চুপ্‌, চুপ্‌ করে ঐ দাওয়ায় বোসো
            হওয়ায় মাথা ঠাণ্ডা হবে, ঐ দাওয়ায় বোসো
            প্রেম-পাগলের দাওয়াই যে ঐ!
চাকর:   আজ হ্যাঁকোচ্‌-প্যাঁকোচ্‌ কর্‌তিছে প্রাণ পুলকেরই ঠেলায়।
ঝি:       আর এক-যাত্রায় পৃথক ফল আমাদেরই বেলায়!
            মোরা গিলব অঢেল আনন্দে, আজ একটু ছাড়া পেলে।
চাকর:   যেমন দুর্ভিক্ষেরই দেশের মানুষ গো-গেরাসে গেলে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ । খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪১) মাসে এইচএমভি রেক্র্ড কোম্পানি থেকে 'বিয়ে-বাড়ি' ('প্রীতি-উপহার')। নামক রেকর্ড-নাটিকা প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৭ মাস।
     
  • গ্রন্থ:  বিয়ে-বাড়ি  (প্রীতি-উপহার সেট রেক্র্ডের কথা গাথা। ৫)।  নজরুল রচনাবলী জন্মশতবার্ষিকী সপ্তম খণ্ড [১১ জ্যৈষ্ঠ ১৪১৫, ২৫ মে ২০০৮। পৃষ্ঠা: ৩৩৭-৩৩৮]
  • রেক্র্ড:  বিয়ে-বাড়ি (প্রীতি-উপহার)। রেকর্ড নাটিকা। এইচএমভি [জানুয়ারি ১৯৩৫ (পৌষ-মাঘ ১৩৪১)। এন ২৩২৮। চরিত্র: চাকর ও ঝি। শিল্পী: তুলসী লাহিড়ী ও হরিমতী]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।