শূন্য এ-বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয় (shunno e buke pakhi mor ay)
শূন্য এ-বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয়!
তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়॥
তুই নাই ব'লে ওরে উন্মাদ
পাণ্ডুর হ'ল আকাশের চাঁদ,
কেঁদে নদী-জল করুণ বিষাদ ডাকে : 'আয় ফিরে আয়' ॥
গগনে মেলিয়া শত শত কর
খোঁজে তোরে তরু, ওরে সুন্দর!
তোর তরে বনে উঠিয়াছে ঝড় লুটায় লতা ধূলায়!
তুই ফিরে এলে, ওরে চঞ্চল
আবার ফুটিবে বনে ফুল-দল,
ধূসর আকাশ হইবে সুনীল তোর চোখের চাওয়ায়॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। বুলবুল পত্রিকার পৌষ-চৈত্র ১৩৪০ (ডিসেম্বর ১৯৩৩- এপ্রিল ১৯৩৪ খ্রিষ্টাব্দ) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ছিল ৭-৯ মাস।
- পত্রিকা: বুলবুল [পৌষ-চৈত্র ১৩৪০ (ডিসেম্বর ১৯৩৩- এপ্রিল ১৯৩৪ খ্রিষ্টাব্দ)]
- গ্রন্থ: গানের মালা
- প্রথম সংস্করণ [আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ৬৩ । ছায়ানট-একতালা]
- নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা ৬৩। ছায়ানট-একতালা। পৃষ্ঠা ২২৯-২৩০]
- রেকর্ড: এইচএমভি [আগষ্ট ১৯৩৪ খ্রিষ্টাব্দ (শ্রাবণ-ভাদ্র ১৩৪১)। এন ৭২৬৪। শিল্পী জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী] [শ্রবণ নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি: আসাদুল হক। নজরুল সঙ্গীত স্বরলিপি (চতুর্থ খণ্ড)। দ্বিতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫। ২৪ সংখ্যক গান। পৃষ্ঠা ১১৬-১১৯] [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম (বিরহ)
- সুরাঙ্গ: খেয়ালাঙ্গ। ভাঙা গান। মূলগান: অল্প লইয়া থাকি তাই (রবীন্দ্রনাথ ঠাকুর)