গুল-বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল (gul-bagichar bulbuli ami)

রাগ: সিন্ধু কাফি, তাল: লাউনি
গুল-বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল।
অনুরাগের লাল শারাব মোর আঁখি ঝলে ঝলমল (হায়)॥
            আমার গানের মদির ছোঁয়ায়
            গোলাপ কুঁড়ির ঘুম টুটে যায়,
সে গান শুনে প্রেমে-দীওয়ানা কবির আঁখি ছলছল (হায়)॥
লাল শিরাজির গেলাস হাতে তন্বী সাকি পড়ে ঢুলে,
আমার গানের মিঠা পানির লহর বহে নহর-কূলে।
ফুটে ওঠে আনারকলি নাচে ভ্রমর রঙ-পাগল (হায়)॥
            সে-সুর শুনে দিশেহারা
            ঝিমায় গগন ঝিমায় তারা,
চন্দ্র জাগে তন্দ্রাহারা চোখে শিশির জল॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 'গুলবাগিচা ' গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩]  গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা
      • প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। সিন্ধু-কাফি-লাউনী। পৃষ্ঠা: ১-২]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ১। সিন্ধু-কাফি-লাউনী। পৃষ্ঠা ২২৫]
         
  • রেকর্ড: মেগাফোন  [ফেব্রুয়ারি ১৯৩৪ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৭)। এন ২৭০৫৭। শিল্পী: আঙ্গুরবালা [শ্রবণ নমুনা]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।