শূন্য বাতায়নে একা জাগি

শূন্য বাতায়নে একা জাগি।
সুদূর অতিথি তোমার লাগি॥
মম জাগার সাথী
একা নিশুতি রাতি,
জ্বলে শিয়রে বাতি (মম) ব্যথার ভাগী।
(মোর) বিফল মালার কুসুমগুলি,
ঝরিল ধূলায় (হায়) পড়িল খুলি’।
কাঁদি হে প্রিয়তম,
তব দরশ মাগি’॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ১৮ সেপ্টেম্বর (বুধবার, ১ আশ্বিন ১৩৪২) এইচএম রেকর্ড কোম্পানি'র সাথে নজরুলের চুক্তি হয়েছিল। এই চুক্তিপত্রে গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ২৫৬৭সংখ্যক গান। তাল: আদ্ধা-কাওয়ালি। পৃষ্ঠা: ৭৮৮।
    • নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান সংখ্যা ৯১। for Miss Lila (HMV) । ঠুমরী-আদ্ধা-কাওয়ালি। পৃষ্ঠা ১১৮]
    • রেকর্ড: এইচএমভির সাথে চুক্তিপত্র। [১৮ সেপ্টেম্বর ১৯৩৫ (বুধবার,১ আশ্বিন ১৩৪২)

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।