শোক দিয়েছ তুমি হে নাথ তুমি এ প্রাণে শান্তি দাও (shok diyechho tumi he nath)

শোক দিয়েছ তুমি হে নাথ তুমি এ প্রাণে শান্তি দাও।
দুখ্ দিয়ে কাঁদালে যদি তুমি হে নাথ সে দুখ ভোলাও॥
            যে হাত দিয়ে হানলে আঘাত
তুমি       অশ্রু মোছাও সেই হাতে নাথ
বুকের মানিক হ’রলে যা’র, তারে তোমার শীতল বক্ষে নাও॥
            তোমার যে চরণ প্রলয় ঘটায়
            সেই চরণ কমল ফোটায়
শূন্য করলে তুমি যে বুক সেথা তুমি এসে বুক জুড়াও॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪৩) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির একটি রেকর্ড প্রকাশিত হয়েছিল।  এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৭ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ৮৯৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ২৭৬।
  • রেকর্ড: এইচএমভি [জানুয়ারি ১৯৩৭ (পৌষ-মাঘ ১৩৪৩)। এন ৯৮৪২। শিল্পী: মৃণালকান্তি ঘোষ।]  [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
    • আহসান মুর্শেদ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, তেত্রিশতম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪১৭। জুন ২০১০)। ১৫ সংখ্যক  গান। রেকর্ডে মৃণালকান্তি ঘোষ-এর গাওয়া সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। পৃষ্ঠ: ৫২-৫৩] [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (সাধারণ)
    • সুরাঙ্গ: ভজনাঙ্গ
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: গা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।