শোন্‌ রে নূপুর, পাহাড়তলির মেয়ে

শোন্‌ রে নূপুর, পাহাড়তলির মেয়ে,
খুশি হলাম দেখতে তোরে পেয়ে॥
বন্‌-বরা শিকারে যাব, পঞ্চ-কোটের পাহাড়ে
মোর তীর থেমে যায় বুনো পাখির আঁখির পানে চেয়ে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। সম্ভবত কবি এটি রচনা করেছিলেন ১৯৪১-৪২ খ্রিষ্টাব্দের ভিতরে।
  • গ্রন্থ:
    • শাল-পিয়ালের বনে [গীতিনাট্য]। ছেলের গান। নজরুল-রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ।  সপ্তম খণ্ড। বাংলা একাডেমী নভেম্বর ২০১২। পৃষ্ঠা: ২১১-২১২।
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২২৭৪। গীতিনাট্য: 'শাল-পিয়ালের বনে'।  ছেলের গান। পৃষ্ঠা: ৬৮১]

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।