শোন শোন ও ভারতবাসী, ও ভারতবাসী।
শোন শোন ও ভারতবাসী, ও ভারতবাসী।
বিদ্যার চেয়ে বুদ্ধির দাম, হয় অনেক বেশি॥
বিদ্যার এমনি ক্ষমতা, গিয়ে দেখ কোলকাতা।
হাওড়ার পুল দেখলে তোমার ঘুরে যাবে মাথা,
বুদ্ধির জোরে এরোপ্লেন উড়ে যায় রাশি রাশি॥
আবার বুদ্ধির এমন গুণ আছে, সত্যকে করে দেয় মিছে,
মালি মামলা মোকর্দমায় প্রমাণ তার আছে,
বুদ্ধির জোরে অনেক জনা, এড়িয়ে যায় গলার ফাঁসি॥
নজরুল এসলাম ভেবে বলে বুদ্ধির আছে দাম,
বিদ্যা শিখে বুদ্ধি বাড়াও, তবেই ছুট্বে নাম,
না হলে পরিশেষে হবে বদনাম, বুদ্ধি যাবে গয়া কাশী॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। হাস্যরসাত্মক পালা। ঠক্ পুরের ঠক্ (ঠক্পুরের সং)। প্রথম দৃশ্য। প্রথম গান। জগার গান। সংকলক ওসম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২৪৪।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৭৯৬]
- বিষয়াঙ্গ: 'ঠক্ পুরের ঠক্ (ঠক্পুরের সং)' হাস্যরসাত্মক পালার প্রথম গান। ভণিতা 'নজরুল এসলাম'।