শোন শোন চাচাজান বাড়ির বিবরণ।

শোন শোন চাচাজান বাড়ির বিবরণ।
তুমি গেলে হজ করিতে আরবে যখন॥
        লালু ভুলু কালু ভাই,
        মোরে বিয়ে করতে চাই,
কি করিব উপায় নাই, বলিলাম তখন॥
        হাজার টাকা দিলাম,
        তিনজনে বলিলাম,
টাকা লয়ে তোমরা যাও বিদেশ তিনজন॥
        সেথা হতে দেখে শুনে,
        আশ্চর্য দ্রব্য আনবে কিনে,
যার জিনিস হবে ভালো, তার হব তখন॥
        তিনজনে চলে গেল,
        আশ্চর্য দ্রব্য কিনিল,
আয়না, ফল, চাদর এরা কিনে তিনজন॥
        ফুল বাগে করি খেলা,
        সুবাসে যাই কেয়া তলা,
গোখরোর ছোবলে সেথা, হলো মোর মরণ॥
        ফুল বাগে থাকি পড়ে,
        মা কাঁদে ধূলার পরে
সখিরা কি আর করে, তারাও কাঁদে তখন॥
        তিন ভাই একত্র হলো
        কার কি দ্রব্য দেখিল,
আয়নাতে আমার মরণ দেখিল তিন জন।
        কালুর চাদর ছিল,
        সে চাদরে উড়ে এলো,
ভুলু আমায় বাঁচাইল, ফল দিয়ে তখন॥
        কার সাথে বিয়ে হবে,
        তুমি বিচার করে দিবে,
তোমার বিচার মেনে ননেবে, ভাইরা তিন॥
        ভোমর কবিতে ভনে,
        আসরে লেটোর গানে
হাজির বিচার সঠিক বিচার হবে গো এখন॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। 'কুলসুম' পালা। প্রথম দৃশ্য। নবম দৃশ্যান্তর। প্রথম গান। কুলসুমের গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২২৩-২২৪।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৭৮৪]
       
  • বিষয়াঙ্গ: লোককাহিনি অবলম্বনে রচিত 'কুলসুম' পালার ত্রয়োদশ গান। ভণিতা ভ্রমর কবি।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।