গুলশান কো চুম চুম কহ্‌তি বুলবুল (gulshan ko chum chum kehti bulbul)

তাল: দ্রুত-দাদ্‌রা
গুলশান কো চুম চুম কহ্‌তি বুলবুল
রুখসারা সে বেদরদী বোর্‌খা খুল খুল॥
হাঁসতি হায় বোস্তা মস্ত্ হো যা দোস্তা
শিরি শিরাজি সে হো যা বেহোঁশ জাঁ
সব কুছ আজ রঙ্গীন হ্যায় সব কুছ মশগুল
হাঁসতি হায় গুল হো কর দোজখ্ বিল্‌কুল্‌
হারে আশক মাশুক কি চমনোঁ মে ফুলতা নেই
দোবারা ফুল, ফুল ফুল ফুল॥

  • রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় না। ১৩৩২ বঙ্গাব্দের আশ্বিন (অক্টোবর ১৯২৫)  মাসে গানটি 'পূবের হাওয়া'-গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ২৬ বৎসর ৪ মাস।
  • গ্রন্থ:
    • পূবের হাওয়া
      • প্রথম সংস্করণ  [আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ (অক্টোবর ১৯২৫)। শিরোনাম সোহাগ]
      • নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, মে ২০১১। পূবের হাওয়া। শিরোনাম : 'সোহাগ'। পৃষ্ঠা ১০২ ]
  • রেকর্ড: মেগাফোন [১৯৩৪। জেএনজি ৫৯১। শিল্পী: মিস প্রভা] [শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, সপ্তদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আষাঢ়, ১৪০৩/ জুন, ১৯৯৬ খ্রিষ্টাব্দ। ১১ সংখ্যক গান।] [নমুনা]
  • সুরকার: কাজী নজরুল ইসলাম
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম [হিন্দি গান]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
      • তাল: দ্রুত  দাদরা
      • গ্রহস্বর:  পা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।