শোন হে রাধিকে, বলি হে তোমাকে, কেন অভিসারে নাহি যাও।

শোন হে রাধিকে, বলি হে তোমাকে, কেন অভিসারে নাহি যাও।
তোমার বিরহে, কালা দুখে রহে, কেন তারে ব্যথা দাও॥
            বল হে  শ্রীমতী কিসের কারণ,
            ছিন্ন করেছ প্রেমের বাঁধন,
না করিয়ে লাজ, বল হেথা আজ, কি বা তুমি রাধা চাও॥

  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। চাপান সং। কলঙ্কভঞ্জন। প্রথম দৃশ্য। তৃতীয় দৃশ্যান্তর। প্রথম গান। বড়ায়ীর গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১২৬।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৬৭৩]
  • বিষয়াঙ্গ: কৃষ্ণপালা অবলম্বনে রচিত 'কলঙ্কভঞ্জন' পালার চাপান সং'-এর  নবম গান। ভণিতা নাই ।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।