শোনো ঘনশ্যাম বনবাসী
শোনো ঘনশ্যাম বনবাসী
অভিমানে তব মান না রাখিয়া কি দুঃখ পাইল দাসী॥
বাহিরে তোমায় ফিরায়েছি হরি নিদারুণ মান ভরে।
ফিরে এস বঁধু ফিরে এস বলে কাঁদিয়াছি অন্তরে।
সবই তো জানো, অন্তরে তুমি অন্তর্যামী সবই তো জানো।
ব্রজবাসিনীর কাছে মান দিয়া মান বাড়ালে দাসীর সবই তো জানো।
তব আরাধিকার তুমি কেন হে পরান বঁধু,
এত মান দিলে গরব করার দিলে এত প্রেম মধু কেন বঁধু।
মোরে শ্যাম সোহাগিনী বলে সখিগণ সবে
তাই যে সাহস পাই, অভিশান করে রাই, গরবিনী সে যে বঁধু তোমারই গরবে।
তার আর যে কেহ নাই, গরব করার তার আর যে কিছু নাই।
এত গরব করার যদি গরব দিলে বঁধু, রেখ রেখ দাসীর সে মান বঁধু হে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০২০। গীতি-আলেখ্য ‘মান’ । পৃষ্ঠা: ৯২৪]
- বেতার: পালা কীর্তন 'মান'। [সূত্র: নজরুল সঙ্গীত নির্দেশিকা/ব্রহ্মমোহন ঠাকুর]