শ্যাম মুখ আর না হেরব সজনী।

শ্যাম মুখ আর না হেরব সজনী।
সেই দেশে যাব আমি যে দেশে শ্যাম নাই,
যে দেশে নাই সখি সচন্দ্র রজনী –
(যথা চাঁদের বুকে কলঙ্ক, সে চাঁদ আর দেব না,
যে চাঁদের বুকে চন্দ্রা থাকে, সে চাঁদ আর দেখব না,
সেই কলঙ্কী চাঁদ আর দেখব না।
সখি গো – মোরে নিয়ে চল, নিয়ে চল্‌ -
যে দেশে কালো নাই, কেবল আলো, সেথা নিয়ে চল্‌ নিয়ে চল্‌।)
মোর চির উজ্জ্বল নীল, চির নির্মল ছিল, সেথা ছিল না কলঙ্কিনী চন্দ্রা
মোর বুক হ’তে শ্যাম মণি চুরি করে মায়াবিনী নয়নে আনি তন্দ্রা।
(আমি সে দেশে রব না –
যেথা পরম সুন্দর পর পুরুষ হয়, সে দেশে রব না)।
অন্তর বাহিরে মোর যেখানে কৃষ্ণ চেয়ে আছে সতৃষ্ণ চোখে
কালার সেই কালো ঢাকিয়া সে সখি পরম শুভ্র আলোকে।
(আমি কালো মুখ আর দেখব না গো কালা দেখলে অঙ্গ জ্বালা করে
সে থাকুক পরম সুখে, রাধা বাধা দেবে না, বুকে তার থাকুক চন্দ্রা
ধ্যান মগ্না হব, গভীর বনে যাব, হব সেথা রজনীগন্ধা।)

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ৯ই নভেম্বর (শনিবার, ২৩ কার্তিক ১৩৪৭), কলকাতা বেতারকেন্দ্র থেকে অভিমানিনী প্রথম প্রচারিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ৫ মাস।
     
  • গ্রন্থ:  নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০২৩। গীতিচিত্র: 'অভিমানিনী'। পৃষ্ঠা:৯২৫]
  • বেতার:
    • অভিমানিনী (গীতিচিত্র)।
      • প্রথম প্রচার:  কলকাতা বেতারকেন্দ্র-ক, তৃতীয় অধিবেশন। ৯ নভেম্বর ১৯৪০ (শনিবার, ২৩ কার্তিক ১৩৪৭)। রাত্রি: ৮.০০-৮.৪০ মিনিট]
        • সূত্র:
          • বেতার জগৎ। ১১শ বর্ষ, ২১ সংখ্যা। পৃষ্ঠা: ১১৬২
          • The Indian-listener 1940, Vol V, No 21. page 1665
      • দ্বিতীয় প্রচার: কলকাতা বেতারকেন্দ্র-ক, তৃতীয় অধিবেশন। ২৮ জুন ১৯৪১ (শনিবার ১৩ আষাঢ়। ১৩৪৮)। রাত ৮.০০-৮.৩৯ মিনিট
        • সূত্র: বেতার জগৎ। ১২শ বর্ষ, ১২ সংখ্যা। পৃষ্ঠা: ৭১৪
  • রেকর্ড: হিন্দুস্তান: [মে ১৯৪১ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১)] এইচ ৯০১। শিল্পী সুপ্রভা ঘোষ। সুর নজরুল।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।