শ্যামা নামের ভেলায় চ’ড়ে কাল-নদীতে দুলি। (shyama namer bhelay chore)

শ্যামা নামের ভেলায় চ’ড়ে কাল-নদীতে দুলি।
ওমা ঘাটে ঘাটে ঘটে ঘটে সুরের লহর তুলি॥
কাল তরঙ্গে ভাসিয়ে অঙ্গ, মা
দেখে বেড়াই কতই রঙ্গ,
কায়ায় কায়ায় রঙ বেরঙের মত মায়ার ঠুলি॥

জন্মান্তর ঘাটে ঘাটে ভাসি উঠি ডুবি
কেবলই মা ডাকে আমায়, ওরে ‘আয় আমারে ছুঁবি।’
মোরে কাল্-স্রোতে ভাসাবার ছলে
মা লীলা দেখান নাট-মহলে
খেলার শেষে আপনি এসে বক্ষে নেবে তুলি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৭) মাসে,  মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ডে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ৩ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ ১৪১৭, ফেব্রুয়ারি ২০১১) নামক গ্রন্থের ৩০২৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৯২৬-৯২৭।
     
  •  রেকর্ড
    • মেগাফোন [সেপ্টেম্বর ১৯৪০ (ভাদ্র-আশ্বিন ১৩৪৭)। জেএনজি ৫৫০৫। শিল্পী: ভবানী দাস। সুর নজরুল ইসলাম।
    • কলাম্বিয়া [আগষ্ট ১৯৫০ (শাবণ-ভাদ্র ১৩৫৭)।  জিই ৭৭৪৭। শিল্পী: তারা ভট্টাচার্য। সুর নিতাই ঘটক। [শ্রবণ নমুনা]
  • সুরকার:
    • নজরুল ইসলাম [মেগাফোন [সেপ্টেম্বর ১৯৪০ (ভাদ্র-আশ্বিন ১৩৪৭)। জেএনজি ৫৫০৫]
    • নিতাই ঘটক [আগষ্ট ১৯৫০ (শাবণ-ভাদ্র ১৩৫৭)।  জিই ৭৭৪৭]
       
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।