শ্যামা নামের লাগল আগুন

শ্যামা নামের লাগল আগুন আমার দেহ ধূপ-কাঠিতে।
যত জ্বলি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে॥
            ভক্তি আমার ধূমের মত
            ঊর্ধ্বে ওঠে অবিরত,
শিব-লোকের দেব-দেউলে মা’র শ্রীচরণ পরশিতে॥
ওগো অন্তর-লোক শুদ্ধ হল পবিত্র সেই ধূপ-সুবাসে,
মা’র হাসিমুখ চিত্তে ভাসে চন্দ্রসম নীল আকাশে।
            যা কিছু মোর পুড়ে কবে
            চিরতরে ভস্ম হবে
মা’র ললাটে আঁকর তিলক সেই ভস্ম-বিভূতিতে॥

  • ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৫) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ১ মাস।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইন্সটিটিউট, ফেব্রুয়ারি ২০১১। ৩০২৭ সংখ্যক গান। তাল: দাদ্‌রা। পৃষ্ঠা: ৯২৬।
  • রেকর্ড:
    • এইচএমভি [জুলাই ১৯৩৮ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৫)। এন ১৭১৬২। শিল্পী: গিরীন চক্রবর্তী। সুর কমল দাসগুপ্ত]
    • এইচএমভি [সেপ্টেম্বর ১৯৪৭ (ভাদ্র-আশ্বিন ১৩৫৪)। এন ২৭৭১৮। শিল্পী: মৃণালকান্তি ঘোষ। সুর চিত্ত রায়। ভীমপলশ্রী-কার্ফ]
  • সুরকার: চিত্ত রায়
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।