শ্যামা বড় লাজুক মেয়ে কেবলই সে লুকাতে চায়
শ্যামা বড় লাজুক মেয়ে কেবলই সে লুকাতে চায়।
আলো-আঁধার পর্দা টেনে বালিকা সে পালিয়ে বেড়ায়॥
নিখিল ভুবন আছে তারে ঘিরে
আমার মেয়ে তবু বসন খুঁজে ফিরে,
তারে যে দেখে সে এক নিমেষে তারি মাঝে লয় হয়ে যায়॥
তাই কেবলি সে লুকাতে চায়॥
কোটি শিব ব্রহ্মা হরি অনন্তকাল গভীর ধ্যানে,
তার সে লুকোচুরি খেলায় পায় না দিশা পায় না মনে।
রবি শশী গ্রহতারার ফাঁকে
যে দেখেছে পালিয়ে যেতে মাকে,
(সে) আপনাকে আর পায় না খুঁজে মায়াবিনীর মহামায়ায়॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৮) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি এই গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০৩০। পৃষ্ঠা: ৯২৭]
- রেকর্ড:
- এইচএমভি [জুন ১৯৪১ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৮)। এন ২৭১৩৭। শিল্পী: ইলা ঘোষ। সুর: চিত্ত রায়] [শ্রবণ নমুনা]
- এইচএমভি [জুন ১৯৪১ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৮)। এন ২৭১৩৭। শিল্পী: ইলা ঘোষ। সুর: চিত্ত রায়] [শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, পঁয়তাল্লিশতম খণ্ড, কবি নজরুল ইসলাম ইনস্টিটিউট। জুন ২০১৮] গান সংখ্যা ২২। পৃষ্ঠা: ৮০- ৮২ [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত [সনাতন হিন্দু ধর্ম, শাক্ত]
- সুরাঙ্গ: রামপ্রসাদী সুর
- তাল: দাদরা
- গ্রহস্বর: মপ