শ্রান্ত বাঁশরি সকরুণ সুরে কাঁদে যবে

শ্রান্ত বাঁশরি সকরুণ সুরে কাঁদে যবে।
কে এলে প্রদীপ ল’য়ে আঁধার ঘরে নীরবে॥
গোধূলি লগনে এসে
দাঁড়ালে বঁধুর বেশে,
জীবনেরই বেলা শেষে হে প্রিয় এলে কি তবে॥
যে হাতের মালা তব চেয়েছিনু, প্রিয়তম
রাখ সেই হাতখানি তপ্ত ললাটে মম,
তোমার পরশে মোর মরণ মধুর হবে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের মে ১৯৩৭ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৪) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি এই গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। নজরুলের ইসলাম ৩৭ বৎসর ১১ মাস বয়স অন্তের শেষে গানটি রেকর্ড করা হয়েছিল।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১৩৩। পৃষ্ঠা: ৬৪২-৬৪৩। 
  • রেকর্ড: এইচএমভি [মে ১৯৩৭ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৪)। এন ৯৮৯৪। শিল্পী: রাধারাণী দেবী। সুর: নজরুল ইসলাম]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।