ঘুমাইতে দাও শ্রান্ত রবি রে জাগায়ো না (ghumaite dao sranto robi re jagayo na)

          ঘুমাইতে দাও শ্রান্ত রবি রে জাগায়ো না জাগায়ো না,
          সারা জীবন যে আলো দিল ডেকে তার ঘুম ভাঙায়ো না॥
                      যে সহস্র করে রূপরস দিয়া
                      জননীর কোলে পড়িল ঢলিয়া
          তাঁহারে শান্তি-চন্দন দাও ক্রন্দনে রাঙায়ো না॥
          যে তেজ শৌর্য-শক্তি দিলেন, আপনারে করি ক্ষয়
                                             তাই হাত পেতে নাও।
          বিদেহ রবি ও ইন্দ্র মোদের নিত্য দেবেন জয়
                                              কবিরে ঘুমাতে দাও।
                      অন্তরে হের হারানো রবির জ্যোতি
                      সেইখানে তারে নিত্য কর প্রণতি
                      আর কেঁদে তাঁরে কাঁদায়ো না॥

  • রচনাকাল ও স্থান: ১৯৪১ খ্রিষ্টাব্দের (বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৩৪৮) দুপুর ১২টা ১০ মিনিটে জোড়সাঁকোর ঠাকুর বাড়ীতে, রবীন্দ্রনাথ মৃত্যুবরণ করেন।  বিশ্বকবির মহাপ্রয়াণ উপলক্ষে কলকাতা বেতার একটি ধারাবিবরণীর অনুষ্ঠান প্রচারিত হয়। এই ধারাবিবরণী দিয়েছিলেন নজরুল। এরই মধ্যে তিনি রচনা করেন একটি দীর্ঘ কবিতা 'রবিহারা'। ওই দিনই কবিতার অংশবিশেষে সুরারোপ করেন। এই গানটি  সন্ধ্যায় কলকাতা বেতারে  নজরুল ও তাঁর সহশিল্পীবৃন্দ গানটি বেতারে পরিবেশন করেছিলেন।  এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪২ বৎসর ২ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল গীতি, অখণ্ড
      • প্রথম সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ৬ আশ্বিন ১৩৮৫। ২৩ সেপ্টেম্বর ১৯৭৮]
      • দ্বিতীয় সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ১ শ্রাবণ ১৩৮৮। ১৭ জুলাই ১৯৮১]
      • তৃতীয় সংস্করণ [ব্রহ্মমোহন ঠাকুর সম্পাদিত। হরফ প্রকাশনী। ৮ মাঘ ১৪১০। ২৩ জানুয়ারি ২০০৪। কাব্য-গীতি। ২৭১ সংখ্যক গান। পৃষ্ঠা ৭২]
      • পরিবর্ধিত সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। বৈশাখ শ্রাবণ ১৪১৩। এপ্রিল-মে ২০০৬] ভৈরবী-গজল। ২৭৪ সংখ্যাক গান। পৃষ্ঠা: ৫৪।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ২৬। পৃষ্ঠা ৯]
    • নজরুল-সঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড। স্বরলিপিকার: সুধীন দাশ। প্রথম প্রকাশ, দ্বিতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। পৌষ ১৪০২। ডিসেম্বর ১৯৯৫। ১ম গান। পৃষ্ঠা ২৩-২৫]
    • বুলবুল─দ্বিতীয় খণ্ড (গান, ১১ই জ্যৈষ্ঠ ১৩৫৯ বঙ্গাব্দ)। নজরুল-রচনাবলী─ষষ্ঠ খণ্ড [নজরুল জন্মশতবর্ষ সংস্করণ। বাংলা একাডেমী, ১২ই ভাদ্র ১৪১৪। ২৭শে আগস্ট, ২০০৭। ১৭ সংখ্যক গান। পৃষ্ঠা ২৬১]
       
  •  বেতার : ১৯৪১ খ্রিষ্টাব্দের ৭ আগষ্ট (বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৩৪৮), কলকাতা বেতার কেন্দ্র থেকে নজরুল এবং সহশিল্পীবৃন্দ, প্রয়াত রবীন্দ্রনাথের স্মরণে এই গানটি পরিবেশন করেছিলেন।
     
  • পত্রিকা:
    • বেতার জগৎ [৩১ শ্রাবণ ১৩৪৮, (শনিবার ১৬ আগষ্ট ১৯৪১]
    • সওগাত [ ভাদ্র ১৩৪৮ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৪১)]
       
  • রেকর্ড: এইচএমভি [সেপ্টেম্বর ১৯৪১ খ্রিষ্টাব্দ (ভাদ্র-আশ্বিন ১৩৪৮)। এন ২৭১৮৮। কথা ও সুর: কাজী নজরুল ইসলাম। শিল্পী: নজরুল ইসলাম, ইলা মিত্র ও সুনীল ঘোষ [চিত্র[শ্রবণ নমুনা]
  • সুরকার: কাজী নজরুল ইসলাম।
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশনজরুল-সঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট, ঢাকা। ফাল্গুন ১৪১১। ফেব্রুয়ারি ২০০৫। প্রথম গান [ নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: স্মরণসঙ্গীত
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যর সুর
      • রাগ: রাগের উল্লেখ নেই।
      • তাল: দাদরা
      • গ্রহস্বর: রা।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।