শ্রী রঘুপতি রাম লহ প্রণাম (sri roghupotiram loho pronam)

দ্বৈত    :  শ্রী রঘুপতি রাম
            লহ প্রণাম শ্রী রঘুপতি রাম
            নব দূর্বাদল শ্যাম অভিরাম।
স্ত্রী      :  সুরাসুর কিন্নর যোগী ঋষি নর
পুরুষ   :  চরাচর যে নাম জপে অবিরাম॥
স্ত্রী      :  সরযূ নদীর জল ছল ছল কান্তি
পুরুষ   :  ঢল ঢল অঙ্গ ললাটে প্রশান্তি
স্ত্রী      :  নাম স্মরণে টোটে শোক তাপ ভ্রান্তি
দ্বৈত    :  পদারবিন্দে মূরছিত কোটি কাম॥
স্ত্রী      :  জানকী বল্লভ সুঠাম অঙ্গ
পুরুষ   :  পরশে নিমেষে হয় হরধনু ভঙ্গ
দ্বৈত    :  রাবণ ভয় হরে যাঁহার নাম॥
স্ত্রী      :  পিতৃ সত্যব্রত পালনকারী
পুরুষ   :  চির বল্কলধারী কাননচারী
দ্বৈত    :  প্রজারঞ্জন লাগি সর্বসুখ ত্যাগী
            যে নামে ধরা হল আনন্দধাম॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার ২৬ অগ্রহায়ণ ১৩৪২) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের গান রেকর্ডের বিষয়ক চুক্তি হয়েছিল। এই চুক্তিতে এই গানটি ছিল। পরে গানটি প্রকাশিত হয় নি। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর ৫ মাস।
     
  • রেকর্ড:
    • এইচএমভি'র সাথে নজরুলে চুক্তি [১২ ডিসেম্বর ১৯৩৫ (বৃহস্পতিবার ২৬ অগ্রহায়ণ ১৩৪২)]
    • টুইন [মার্চ ১৯৩৬ (ফাল্গুন-চৈত্র ১৩৪২)। এন ৪২৯১।  শিল্পী: ইন্দুসেন ও রেণুবালা][শ্রবণ নমুনা]
       
  • স্বরলিপি ও স্বরলিপিকার: নিখিলরঞ্জন নাথ [নজরুল সঙ্গীত স্বরলিপি, তেইশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। কার্তিক ১৪০৯ নভেম্বর ২০০২ খ্রিষ্টাব্দ] ২৪ সংখ্যক গান।  [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি
    • সুরাঙ্গ: ভজন
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।