শ্রীকৃষ্ণ মুরারী গদাপদ্মধারী (sri krishno murari goda poddodhari)

শ্রীকৃষ্ণ মুরারী গদাপদ্মধারী
মধুবন-চারী গিরিধারী ত্রিভুবন-বিহারী॥
        লীলা-বিলাসী গোলকবাসী
        রাধা তুলসী প্রেম-পিয়াসি
মহা বিরাট বিষ্ণু ভূ-ভার হরণকারী॥
        নব-নীরদ-কান্তি-শ্যাম
        চির কিশোর অভিরাম
রসঘন-আনন্দ-রূপ মাধব বনোয়ারী॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪৫) মাসে, এইচএমভিরেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড প্রকাশকরে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৪ মাস।
  • গ্রন্থ:নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ৩০০৯ সংখ্যক গান। পৃষ্ঠা: ৯১৯।
  • রেকর্ড: এইচএমভি [অক্টোবর ১৯৩৮ (আশ্বিন-কার্তিক ১৩৪৫)। এন ১৭২০৫। শিল্পী: রত্নমালা। সুর: নজরুল ইসলাম। [জয়িতা বিশ্বাস (শ্রবণ নমুনা)]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।