সকাল সাঁঝে প্রভু সকল কাজে উঠুক তোমারি নাম (sokal sajhe prabhu sokol kaje)

সকাল সাঁঝে প্রভু সকল কাজে উঠুক তোমারি নাম-
বেজে উঠুক তোমারি নাম।
নিশীথ রাতে তারার মত উঠুক তোমারি নাম-
বেজে উঠুক তোমারি নাম॥
তরুর শাখায় ফুলেল সম
বিকশিত হোক (প্রভু) তব নাম নিরুপম,
সাগর মাঝে তর্গ সম বহুক তোমারি নাম॥
পাষাণ শিলায় গিরি নির্ঝর সম বহুক তোমারি নাম
অকুল সমুদ্রে ধ্রুবতারা-সম জাগি’ রহুক তব নাম
প্রভু জাগি’ রহুক তব নাম।
শ্রাবণ দিনে বারি ধারার মত
ঝরুক ও নাম প্রভু অবিরত
মানস কমল বনে মধুকর সম লুটুক তোমারি নাম॥

  • ভাবসন্ধান: এই গানটিতে পর্মসত্তার নাম ও নামের মহিমাকে উপস্থাপন করা হয়েছে। অথচ এই গানে প্রভু ব্যতীত অন্য নাম নেই। এ গানের প্রভু সকল ধর্মের সকল নামের আকর। নানা উপমায় ও রূপকল্পের অভিব্যক্তিতে মহিমান্বিত হয়ে উঠেছে এই নাম-বন্দনা।

    কবির প্রার্থনা পরমসত্তারূপী এই প্রভূর নাম ধ্বনিত হোক সকাল-সাঁজে, সকল কাজে। গভীর রাতে আকাশের কালো গায়ের বুকে তারা মতো জ্বলুক তাঁর নাম। এই নাম পুষ্পিত বৃক্ষশাখার মতো শোভিত হয়ে উঠুক তাঁর নিরুপম নামে। সাগরের বুকে তরঙ্গ হয়ে প্রবাহিত হোক তাঁর নাম। পাষাণ শিলার মধ্য দিয়ে প্রবাহিত হোক পার্বত্য ঝর্নার মতো এবং অবিরল উচ্চারিত হোক তাঁর নাম ঝর্না-ধ্বনির মতো। অকূল সমূদ্রে দিশাহারা নাবিকের কাছে,  দিক-দিশারী ধ্রুবতারা হয়ে জেগে থাকুক তাঁর নাম।

    জগৎব্যপী শ্রাবণের ধারার মতো অবিরত ঝরে পড়ুক তাঁর নাম। মনোলোকের পদ্মবনে মধু অন্বেষী মধুকর, তাঁর নামপুষ্পে লুটিয়ে পড়ুক।

     
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর (বুধবার ১৪ আশ্বিন ১৩৪৩) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুল ইসলামের একটি চুক্তি হয়েছিল। এই চুক্তিপত্রের এই গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৪ মাস।
     
  • রেকর্ড:
    • এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুল ইসলামের স্বাক্ষরিত একটি চুক্তিপত্র। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর (বুধবার ১৪ আশ্বিন ১৩৪৩) ।
    • এইচএমভি [মার্চ ১৯৩৭ (ফাল্গুন-চৈত্র ১৩৪৩)। এন. ৯৮৬৭। 'রূপকথারেকর্ড নাটক। শিল্পী: মৃণালকান্তি ঘোষ।[শ্রবণ নমুনা]
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সাধারণ। পরমসত্তা। নামবন্দনা
    • সুরাঙ্গ: ভজন
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: ধ্

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।