সকাল হ'ল শোন্ রে আজান, ওঠ্ রে শয্যা ছাড়ি' (sokal holo shon re ajan)

                   তাল: কাহার্‌বা

        সকাল হ'ল শোন্ রে আজান, ওঠ্ রে শয্যা ছাড়ি'।
  তুই  মস্‌জিদে চল্ দ্বীনের কাজে, ভোল্ দুনিয়াদারি॥
        ওজু করে ফেল্ রে ধূয়ে নিশীথ রাতের গ্লানি,
        সিজ্‌দা করে জায়নামাজে ফেল্ রে চোখের পানি;
        খোদার নামে সারাদিনের কাজ হবে না ভারী॥
        নামাজ প'ড়ে দু'হাত তুলে প্রার্থনা কর তুই —
        ফুল-ফসলে ভ'রে উঠুক সকল চাষির ভূঁই;
        সকল লোকের মুখে হোক আল্লার নাম জারী॥
        ছেলে-মেয়ে সংসার-ভার সঁপে দে আল্লারে,
        নবীজীর দোয়া ভিক্ষা কর্, কর্ রে বারে বারে;
তোর  হেসে নিশি প্রভাত হবে সুখে দিবি পাড়ি॥

 

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের  নভেম্বর মাসে (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৫) টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৫ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৫৬৪। পৃষ্ঠা: ১৭২]
    • জুলফিকার
      • দ্বিতীয় সংস্করণ [ডিসেম্বর, ১৯৫২ (পৌষ ১৩৫৯ বঙ্গাব্দ)]
      • নজরুল রচনাবলী সপ্তম খণ্ড [কার্তিক ১৪১৯, নভেম্বর ২০১২। জুলফিকার দ্বিতীয় খণ্ড। ২৪ [২৩]। পৃষ্ঠা ১০৩]
  • রেকর্ড:
    • টুইন [নভেম্বর ১৯৩৮ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৫)। এফটি ১২৫৯৭। শিল্পী: আশরাফ আলী]
    • এইচএমভি [মে ১৯৪৯ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৫৬)। শিল্পী: মফিজুল ইসলাম] [শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার:
    • সুধীন দাশ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, চৌত্রিশতম খণ্ড, (একুশে বই মেলা। ফাল্গুন ১৪১৮/ফেব্রুয়ারি ২০১২)]। ৩য় গান। পৃষ্ঠা: ৪-৭]। ১৯৩৮ খ্রিষ্টাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৫) মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের সুরানুসারে কৃত স্বরলিপি। [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (ইসলাম)।
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: সা।

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।