সখি আমি যেন রূপ-মঞ্জরি

সখি আমি যেন রূপ-মঞ্জরি॥
(যেন) আমার প্রেম-তুলসীর বনে খেলিছেন এসে শ্রীহরি।
আমি যেন রূপ-মঞ্জরি॥
যেন লো মানস গঙ্গার জলে
জল-লীলা মোরা করি কুতুহলে
(মোর) অঙ্গে অঙ্গে আনন্দে তাঁরি নূপুর উঠিছে মর্মরি’॥
(মোর) বাহু দুটি যেন বনমালা হ’য়ে জড়ায়ে রয়েছে মাধবে,
(যেন) চাঁপা রঙ মোর উত্তরী দিনু পীতাম্বর-শ্রীযাদবে।
(যেন) আমার হৃদয়-কমল নিড়াড়ি’
(শ্রী) চরণ রাঙাল বন-বিহারী
(মোর) অঙ্গের লীলা-ব্রজধামে তার বেণু রব ফেরে সঞ্চরি’
আমি যেন রূপ-মঞ্জরি॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩৮ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে (মাঘ-ফাল্গুন ১৩৪৪) এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির রেকর্ড করেছিল। পরে রেকর্ডটি বাতিল করা হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৮ মাস।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ৩০৩২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৯২৮।
  • রেকর্ড: এইচএমভি  [ফেব্রুয়ারি ১৯৩৮ (মাঘ-ফাল্গুন ১৩৪৪)। শিল্পী: রেণু বসু। রেকর্ডটি পরে বাতিল হয়ে যায়]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।