সখি এবার রাধার আধার

সখি এবার রাধার আধার ভাঙিয়া মিশিব হরির সঙ্গে।
সে কেমন লীলা মাধুরী আমি ডুবিব রস শেখর অঙ্গে॥
ভালো মন্দ দেখব না তার, সাঁতারির লীলা পাথার, দেখিব সখি –
সে কেমন লীলা মাধুরি, আমি ডুবিব রস শেখর অঙ্গে
মিশিব হরির সঙ্গে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০৩৬। পৃষ্ঠা: ৯২৯]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।