সখি নেচে নেচে আয়, যমুনাতে যায়

ছেলে :    সখি নেচে নেচে আয়, যমুনাতে যায়,
             ডুব দিয়ে তুলি সোনা।
             ও তোর চরণের রেণু, চরণে মিশিবে
             খুঁজিয়া তোমারে পাই না॥
             কি কি গহনা নিবি গো শুনি
মেয়ে :     নিব অনন্ত হার, মাথার কাঁটা
             তার সনে একটা ফুল-চিরুনি।
ছেলে :    আর কি গহনা, নিবি গো শুনি।
মেয়ে :    নিব কপালের টাইরা, তার বালা
             আর তার সনে দুটো ধান মাদুলি।
ছেলে :    এই সব গহনা, চাই ক-খানা।
মেয়ে :    নিব পায়ের তোড়া, কাঁকাল বিছে
             তার সনে এক নথের টানা॥
ছেলে :    আমি তাই তোরে দিব,
             নিতি সেবা নিব,
             করে রাখবো সেবাদাসী।
             তুমি ঘুচিয়ে ফেল মনের বিবাদ,
মেয়ে :     এই তো আমার মিটে গেল সাধ।
কোরাস :  তবে আয় গলাগলি করি,
             দোলা দোলি করি,
             শুনিব না কারো মানা।
             ভোমর কবি গাহিছে আসরে,
             মঞ্জুর শা'র হাতে হাত ধরে
             ঘুচাইবে মনোবেদনা।

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। ডুয়েট গান । [১]। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৪০৫।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৯১৪]
       
  • বিষয়াঙ্গ: দ্বৈত সঙ্গীত। সংলাপধর্মী। ভণিতা 'ভ্রমর কবি'।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।