সখি, বল বল, কেমনে মান বজায় রয়
সখি, বল বল, কেমনে মান বজায় রয়।
নাথ বিনে পোড়া মন প্রবোধ না হয়॥
মনে করি দেখব না তায়,
(ওগো) আঁখি নিষেধ মানে না হায়,
ও তাঁর বিরহে প্রাণ যায়, কি করি, দেখলেই তাঁরে শরীর কম্পিত হয়॥
ভেবেছিলাম মানী হয়ে,
ও লো কাঁদব চরণ ধরয়ে,
ও তাঁর চন্দ্র আনন হেরিয়ে, পোড়ামুখ হয় হাসিময়॥১
মনকে করিলেও নিবারণ,
ওলো মন তবু শোনে না বারণ, বৃথা হলাম অপমান এখন,
মানিনীর রইল না মান, লাজে মরি। নজরুল এসলাম কয়॥
**১. নির্গত হবে বুঝি প্রাণ নিশ্চয়॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। রাধা-কৃষ্ণ বিষয়ক গান। [১৩] সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৯৯।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৯০০]
- বিষয়াঙ্গ: কোনো পালা বা চাপান-উতোর সং-এর অংশ হিসেব পাওয়া যায় না। ভণিতা 'নজরুল এসলাম'।