সখি রাঙাও না, রাঙাও না, রাঙাও না।

সখি রাঙাও না, রাঙাও না, রাঙাও না।
খুনের মেহেন্দী দিয়ে এ হাত মোর রাঙাও না॥
আজ মেরা শাদী হবে
কাল প্রিয় জঙ্গে যাবে,
শহীদ হইতে প্রিয়র মনোবাসনা॥
(কোথা) মদিনা খেজুরের বাগ,
এ যে কারবালা খুনেরি ফাগ,
খুনে খুনে রাঙা চারদিক, খুনেরি ঝরনা॥
মদিনার বাগে খেলিতাম খো,
কত মধু কল্পনা গোধূলিবেলা,
এ প্রান্তর কারবালা, মুছে দিল মোর কল্পনা॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • নজরুল লেটো ও লোক-ঐতিহ্য। ওয়াকিল আহমদ। নজরুল ইন্সটিটিউট, বৈশাখ ১৪০৮।  [ভণিতা নেই; কিন্তু নজরুল রচিত বলে লোকশ্রুতি আছে। ৭ম গান। পৃষ্ঠা: ৫৯।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৯৭০ ]
  • বিষয়াঙ্গ: কোন বিশেষ পালা গানের অংশ তা জানা যায় নি। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।