সখি শ্যামের স্মিরিতি শ্যামের পিরিত (sokhi shyamer smiriti)

সখি শ্যামের স্মিরিতি শ্যামের পিরিতি মম জীবন মরণের সাথী।
জনম জনম কর, মাধব মাধব ওই ধ্যানে রব দিন রাতি॥
আমি ওই ধ্যানে রহিব
ভুলে গৃহকাজ ভুলে লোকলাজ আমি ওই ধ্যানে রহিব
কৃষ্ণকালি মেখে কলঙ্ক পশরা হাসিমুখে বহিব।
শ্যাম মাথার মণি, শ্যাম মালার মণি
(সখি) শ্যাম মোর নয়নতারা কৃষ্ণ মোর নয়নতারা।
তৃষিত জীবনে শ্যাম নাম মোর শীতল সুরধুনী ধারা।
প্রাণ জুড়াইব, ওই সুরধুনী-ধারায় প্রাণ জুড়াইব।
দারুণ বিরহ-দহন জুড়াইতে শ্যাম নাম সুরধুনী ধারা॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের ২৯ জুন ১৯৩৮ (মঙ্গলবার, ১৫ আষাঢ় ১৩৪৪), কলকাতার নাট্যনিকেতন মঞ্চে শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদ্দৌলা (নাটক) মঞ্চস্থ হয়েছিল। এই নাটকে এই গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ১ মাস।
     
  • মঞ্চ: নাট্যনিকেতন। সিরাজদ্দৌলা (নাটক)। নাট্যকার: শচীন্দ্রনাথ সেনগুপ্ত। [২৯ জুন ১৯৩৮ (মঙ্গলবার, ১৫ আষাঢ় ১৩৪৪)। চরিত্র: আলেয়া। শিল্পী: নীহারবালা]
                    সূত্র: সিরাজদ্দৌলা পঞ্চদশ সংস্করণ] [সংযুক্তি]

     
  • মঞ্চ: নাট্যনিকেতন। সিরাজদ্দৌলা (নাটক)। নাট্যকার: শচীন্দ্রনাথ সেনগুপ্ত। [২৯ জুন ১৯৩৮ (মঙ্গলবার, ১৫ আষাঢ় ১৩৪৪)। চরিত্র: আলেয়া। শিল্পী: নীহারবালা ]
  • রেকর্ড: এইচএমভি। আগষ্ট ১৯৩৮ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৫)। শিল্পী: নীহারবালা। রেকর্ডটি বাতিল হয়েছিল।
    • সূত্র:
      • বেতার জগৎ। দশম বর্ষ, ২২ সংখ্যা। পৃষ্ঠা:  ৮৮১।
      • The Indian Listener, Vol. IV, No. 22. page 1578
    'বেতার জগৎ' প্রকাশিত 'সিরাজদ্দৌলা' নাটকের সংক্ষিপ্ত পরিচিতির নমুনা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।