চরণ ফেলি গো মরণ-ছন্দে মথিয়া চলি গো প্রাণ (choron feli go moron-chhonde)
চরণ ফেলি গো মরণ-ছন্দে মথিয়া চলি গো প্রাণ।
মর্তের মাটি মহিমান করি স্বর্গেরে করি ম্লান॥
চিতার বিভূতি মাখিয়া গায়
লজ্জা হানি গো অন্নদায়,
বাঁধিয়াছি বিদ্যুল্লাতায় ─ দেবরাজ হতমান।
পাতাল ফুঁড়িয়া করি গো মাতাল রসাতল-অভিযান॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনার কোনো সুনির্দিষ্ট তারিখ পাওয়া যায় না। নওরোজ পত্রিকার 'শ্রাবণ ১৩৩৪ বঙ্গাব্দ (জুলাই ১৯২৭) সংখ্যা'য় 'সারা ব্রিজ' নামক একটি নাটিকার প্রথম ও দ্বিতীয় দৃশ্য প্রকাশিত হয়েছিল। এই গানটি এই নাটকের সাথে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ২৮ বৎসর ২ মাস।
- পত্রিকা: নওরোজ। শ্রাবণ ১৩৩৪ (জুলাই-আগষ্ট ১৯২৭)। সারা ব্রিজ। প্রথম অঙ্ক, দ্বিতীয় দৃশ্য। যন্ত্র, ইট, কাঠ, পাথর, লোহা'র বন্দনাগীত।
- গ্রন্থ:
- ঝিলিমিলি (সংকলন গ্রন্থ)
- প্রথম সংস্করণ (নভেম্বর ১৯৩০। অগ্রহায়ণ ১৩৩৭)। সেতুবন্ধ (একাঙ্কিকা)। প্রথম অঙ্ক, দ্বিতীয় দৃশ্য। সৈন্যগণের গান
- নজরুল-রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সেতুবন্ধ। প্রথম অঙ্ক, দ্বিতীয় দৃশ্য। সৈন্যগণের গান। পৃষ্ঠা: ৩৭৮।
- বুলবুল।
- প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৫ বঙ্গাব্দ। বুলবুল। গান ৩৯। বৃন্দাবনী সারং-ঝাঁপতাল।
- নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। বুলবুল। গান ৩৯। বৃন্দাবনী সারং-ঝাঁপতাল। পৃষ্ঠা: ১৮০-১৮১]
- ঝিলিমিলি (সংকলন গ্রন্থ)