সজনে তলায় ও-সজনি! যাসনে ভুলে আজ

সজনে তলায় ও-সজনি! যাসনে ভুলে আজ।
অবাক হয়ে রইলি চেয়ে ভুললি সকল কাজ॥
হাত ধ’রে তোর বল্ছি সোনা
ফুলের বাসে আর ভুলো না,
প্রজাপতি বসলে গালে হঠাৎ পাবি লাজ॥

দখিনা আজ দামাল ছেলে দ’ল্ছে শাখে ফুল,
ভুল করে তুই যাসনে ওরে খুলবে খোঁপার চুল।
লাগলো কাঁপন অধর-পুটে
মনের বচন তাও না ফোটে,
ওড়না ধ’রে টানলে বালা খোয়াবি সব লাজ॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে (অগ্রহায়ণ-পৌষ ১৩৪২), টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৬ মাস।

    ব্রহ্মমোহন ঠাকুর তাঁর 'নজরুল সঙ্গীত নির্দেশিকা' গ্রন্থে [পৃষ্ঠা: ৬৯৩] উল্লেখ করেছেন- 'গানটির রচয়িতা সম্পর্কে সংশয় আছে।' উল্লেখ্য, এই রেকর্ডের অপর গানটি ছিল- দেখলে তোমায় বাসতে ভালো হয় [তথ্য]। ব্রহ্মমোহন ঠাকুর তাঁর 'নজরুল সঙ্গীত নির্দেশিকা' গ্রন্থে [পৃষ্ঠা: ৩৮২] এই গানটির রচয়িতা সম্পর্কেও সংশয় প্রকাশ করেছেন। তাঁর মতে- 'গানটির রচয়িতা সম্পর্কে কোন প্রামাণ্য সূত্র নেই। রেকর্ড-বুলেটিন, রেকর্ড-লেবেল, রয়্যালিটি রেজিষ্টার বা চুক্তিপত্রে-কোথাও গানটির উল্লেখ নাই। পাণ্ডুলিপির সন্ধান পাইনি।'

     
  • গ্রন্থ:  নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১৭৬৯। পৃষ্ঠা ৫২৫-৫২৬
     
  • রেকর্ড: এইচএমভি [ডিসেম্বর ১৯৩৫ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪২)]। এন ৭৪৫৮। শিল্পী প্রমোদা দেবী

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।