সজল-কাজল-শ্যামল এসো (sojol kajol shyamol esho)
সজল-কাজল-শ্যামল এসো তমাল-কানন-ঘেরি,
কদম-তমাল-কানন ঘেরি।
মনের ময়ূর কলাপ মেলিয়া নাচুক তোমারে হেরি'॥
ফোঁটাও নীরস চিত্তে সরস মেঘমায়া,
আনো তৃষিত নয়নে মেঘল ছায়া,
বাজাও কিশোর বাঁশের বাঁশরি ব্যাকুল বিরহেরই॥
দাও পদরজঃ হে ব্রজবিহারী, মনের ব্রজধামে—
রুমু-ঝুমু ঝুমু বাজুক নূপুর চরণ ঘেরি,
কদম-তমাল-কানন ঘেরি॥
- ভাবসন্ধান: এটি একটি ভক্তিমূলক গান। এই গানে কৃষ্ণকে আহ্বান করা হয়েছে বর্ষার রূপকতায়। কদম-তমাল বনকে আচ্ছন্ন করে, বর্ষা যেমন সজল-কাজল-শ্যামল রূপে আসে, কৃষ্ণকে কবি সেরূপে কল্পলোকে ধরতে চেয়েছেন। বর্ষণমুখর বনভূমির রূপ দেখে যেমন করে ময়ূর পেখম মেলে, তেমনি শ্রীকৃষ্ণ দর্শনে কবির চিত্ত নেচে উঠুক- এমনটাই তার আকাঙ্ক্ষা।
শ্রীকৃষ্ণের দর্শনে তাঁর নিরস হৃদয়নন্দনবনে সরস মেঘমায়ার মতো করুণার সঞ্চার ঘটুক, এমনটাই কবি কামনা করেন। কৃষ্ণকে দেখার জন্য তাঁর চিত্ত উদ্বেলিত। কৃ্ষ্ণের বাঁশির ধ্বনি যেমন করে বিরহিণী রাধাকে ব্যাকুল করে দিতো, তেমনি কবি চিত্তও ব্যাকুলিত। ব্রজধামে শ্রীকৃষ্ণের পদরেণু যেমন করে পবিত্র করে তুলতো, যেমন করে কৃষ্ণের পদসঞ্চারে ব্রজাধমে মধুর নূপুর ধ্বনি নৃত্যানন্দে নেচে উঠতো, তেমনি পবিত্র ও মধুর অনুভূতির সঞ্চার ঘটুক তাঁর হৃদয়ে। তাঁর হৃদয়বন ব্রজধামের পবিত্রতায় পূর্ণ হোক।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে (আশ্বিন-কার্তিক ১৩৪২) গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৪ মাস।
- গ্রন্থভুক্তি ও প্রকাশ
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ, ৯১৬ সংখ্যক গান (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৭, ফেব্রুয়ারি ২০১১)। পৃষ্ঠা: ২৮২।
- নজরুল স্বরলিপি, তৃতীয় খণ্ড, ৩৫ সংখ্যক গান। (হরফ প্রকাশনী, জুলাই ১৯৯৩)। পৃষ্ঠা: ৮৯-৯০।
- সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি, তৃতীয় খণ্ড, ২০ সংখ্যক গান। (বৈশাখ ১৩৮৫)
- নজরুল-গীতি (অখণ্ড)। ভক্তিগীতি, ১৮৪৩ সংখ্যক গান। (হরফ প্রকাশনী, জানুয়ারি ২০০৪)। পৃষ্ঠা: ৪৮৭।
- নজরুলের হারানো গানের খাতা সংখ্যা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান ১২০। for Angurbala (HMV) । ভজন। পৃষ্ঠা: ১৪৭]
- সন্ধ্যামালতী। নজরুল রচনাবলী জন্মশতবার্ষিকী সপ্তম খণ্ড [১১ জ্যৈষ্ঠ ১৪১৫, ২৫ মে ২০০৮। গান ৬২। পৃষ্ঠা: ১৫৭]
- রেকর্ড: এইচএমভি [অক্টোবর ১৯৩৫ (আশ্বিন-কার্তিক ১৩৪২)]। এন ৭৪১৭। শিল্পী : আঙ্গুরবালা [শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, চৌত্রিশতম খণ্ড, (একুশে বই মেলা। ফাল্গুন ১৪১৮/ফেব্রুয়ারি ২০১২)]। ৮ম গান। পৃষ্ঠা: ২৫-২৬] [নমুনা]
- সুরকার: নজরুল ইসলাম
- পর্যায়:
- গ্রন্থ: