চরণে দলিয়া গিয়াছে চলিয়া (chorone doliya giyachhe choliya)

চরণে দলিয়া গিয়াছে চলিয়া
                        তবু কেন তারে ভালোবাসি।
বলিতে পারি না বোঝাতে পারি না
                        আঁখি-জলে যায় বুক ভাসি’॥
কেন সে বিরাজে      হৃদয়েরি মাঝে
তার স্বর যেন         সদা প্রাণে বাজে
কি বাঁধনে মোরে     বেঁধেছে বল সে
                        দিয়ে গেছে গলে প্রেম-ফাঁসি॥

  • বিতর্কিত গান: গানটি নজরুলের রচিত কি না এ নিয়ে সংশয় আছে।
    • ব্রহ্মমোহন ঠাকুর তাঁর 'নজরুল সঙ্গীত নির্দেশিকা' গ্রন্থে [পৃষ্ঢা ৯৬১] লিখেছেন-

      ' গানটির রচয়িতা সম্পর্কে কোনো প্রামাণ্য তথ্য/সূত্র নেই। গানটির রেকর্ড হলেও (এইচএমভি পি ১১৬০০), ইন্দুবালা, জুন ১৯২৯) চুক্তিপত্রে, বুলেটিনে, লেবেলে বা রয়্যালিটি রেজিস্টারে কোথাও নজরুলের নাম নেই।  পাণ্ডুলিপির সন্ধান পাই নি। 'বাংলা সাহিত্যে নজরুল' গ্রন্থের তালিকাতেও গানটি নেই। এসব কারণে গানটির গীতিকার নজরুল কিনা এ সম্পর্কে যথেষ্ঠ সংশয় রয়েছে।

    • ১৯২৯ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৩৬) মাসে এইচএমভি থেকে ইন্দুবালার কণ্ঠে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই রেকর্ডের অপর গানটি ছিল-  'স্বপনে তোমায় দেখিয়াছি আমি'। এই রেকর্ডের দুটি গানের কোনটির সাথেই গীতিকার বা সুরকার হিসেবে নজরুলের নাম নেই। মুম্বাই থেকে প্রকাশিত 'the Record News'-পত্রিকার Annual: TRN 2008' সংখ্যার ৩৯ পৃষ্ঠায় মুদ্রিত ইন্দুবালার গাওয়া রেকর্ডের তালিকাতে এই দুটি গানকে নজরুলসঙ্গীত হিসেবে উল্লেখ করা হয় নি।

কিন্তু কবি নজরুল ইনস্টিটিউট থেকে প্রকাশিত 'নজরুল সঙ্গীত সংগ্রহ' ৯৩১ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। পরে সুধীন দাশ-কৃত স্বরলিপি নজরুল সঙ্গীত স্বরলিপি, আটাশতম খণ্ড-[নজরুল ইন্সটিটিউট, ঢাকা।  আষাঢ়, ১৪১৩/জুলাই ২০০৬]-এ ১৪ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। [নমুনা]

  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ৯৩১ সংখ্যক গান।
  • রেকর্ড: এইচএমভি।  জুন ১৯২৯ খ্রিষ্টাব্দ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৩৬)। ৭৮ আরপিএম। রেকর্ড নম্বর পি ১১৬০০। শিল্পী ইন্দুবালা। [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ-কৃত স্বরলিপি নজরুল সঙ্গীত স্বরলিপি, আটাশতম খণ্ড-[নজরুল ইন্সটিটিউট, ঢাকা।  আষাঢ়, ১৪১৩/জুলাই ২০০৬]-এ ১৪ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।