সজল হাওয়া কেঁদে বেড়ায় কাজল আকাশ ঘিরে (sojol haoa kede beray)

সজল হাওয়া কেঁদে বেড়ায় কাজল আকাশ ঘিরে,
                                        তুমি এসো ফিরে।
উঠ্‌ছে কাঁদন ভাঙন-ধরা নদীর তীরে তীরে,
                                        তুমি এসো ফিরে॥
            বন্ধু তব বিরহেরি
            অশ্রু ঝরে গগন ঘেরি'
লুটিয়ে কাঁদে বনভূমি অশান্ত সমীরে॥
আকাশ কাঁদে, আমি কাঁদি বাতাস কেঁদে সারা,
তুমি কোথায়, কোথায় তুমি পথিক পথহারা।
            দুয়ার খুলে নিরুদ্দেশে
            চেয়ে আছি অনিমেষে,
আঁচল ঢেকে রাখবো কত আশার প্রদীপটিরে।

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪২) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড করেছিল। তবে তা প্রকাশিত হয় নি। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৩ মাস।
     
  • রেকর্ড:
    • এইচএমভি  [সেপ্টেম্বর ১৯৩৫ (ভাদ্র-আশ্বিন ১৩৪২)। শিল্পী: মিস সত্যবতী। রেকর্ডটি প্রকাশিত হয় নি]
    • এইচএমভি [জুলাই ১৯৩৬ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩)। এন. ৯৭৪০।  শিল্পী: কুমারী পারুল সেন। সুর: নজরুল ইসলাম][শ্রবণ নমুনা]
  • পত্রিকা: ভারতবর্ষ। [শ্রাবণ ১৩৪৩ (জুলাই-আগষ্ট ১৯৩৬)। কথা ও সুর: কাজী নজরুল ইসলাম। স্বরলিপি: জগৎ ঘটক। জয়জয়ন্তী-কার্ফা। পৃষ্ঠা: ২১০-২১২][নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • সুরকার: কাজী নজরুল ইসলাম
  • পর্যায়

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।