চল-চঞ্চল বাণীর দুলাল এসেছিল পথ ভুলে (cholo-choncholo banir dulal eshechhilo poth vule)

'সত্যেন্দ্র-প্রয়াণ-গীতি'
চল-চঞ্চল বাণীর দুলাল এসেছিল পথ ভুলে,
            ওগো এই গঙ্গার কূলে!
দিশাহারা মাতা দিশা পেয়ে তাই নিয়ে গেছে কোলে তুলে
            ওগো এই গঙ্গার কূলে॥
            চপল চারণ বেণু-বীণে তা'র
            সুর বেঁধে শুধু দিল ঝঙ্কার,
শেষ গান গাওয়া হ'লনাক' আর উঠিল চিত্ত দুলে,
তারি ডাক-নাম ধরে ডাকিল কে যেন অস্ত-তোরণ-মূলে,
            ওগো এই গঙ্গার কূলে॥
ওরে এ ঝোড়ো হাওয়ায় কারে ডেকে যায় এ কোন্ সর্বনাশী
বিষাণ কবির গুমরি' উঠিল, বেসুরো বাজিল বাঁশি  
            আঁখির সলিলে ঝল্‌সানো আঁখি
             কূলে কূলে ভ'রে ওঠে থাকি' থাকি',
মনে পড়ে কবে আহত এ-পাখি মৃত্যু-আফিন-ফুলে,
কোন্ ঝড়-বাদলের এমনি নিশীথে পড়েছিল ঘুমে ঢুলে।
            ওগো এই গঙ্গার কুলে॥
তার ঘরের বাঁধন না সে যে চির-বন্ধন-হারা,
তাই ছন্দ-পাগলে কোলে নিয়ে দোলে জননী মুক্তধারা!
            ও সে আলো দিয়ে গেল আপনর দহি',
            অমৃত বিলালো বিষ-জ্বালা সহি',
শেষে শান্তি মাগিল ব্যথা-বিদ্রোহী চিতার অগ্নি-শূলে
পুন নব-বীণা-করে আসিবে বলিয়া এই শ্যাম তরুমূলে।
            ওগো এই গঙ্গার কূলে॥

  • রচনাকাল ও স্থান:  ১৩৩৪ বঙ্গাব্দের শ্রাবণ মাসে প্রকাশিত 'ফণি মনসা' কাব্যগ্রন্থে গানটি স্থান পেয়েছিল- 'সত্যেন্দ্র-প্রয়াণ গীতি' শিরোনামে। ফণি-মনসা'য় তারিখটি ভুলক্রেমে 'শ্রাবণ ১৩২৯' মুদ্রিত হয়েছিল। মূলত, ১৯২২ খ্রিষ্টাব্দের ২৫শে জুন (১০ আষাঢ় ১৩৩৪) কবি সত্যেন্দ্রনাথ দত্ত ব্রঙ্কাইটিস রোগে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় নজরুল গভীরভাবে শোকাহত হন। তাঁর স্মরেণে নজরুল এই গানটি রচনা করেছিলেন। ১৩২৯ বঙ্গাব্দের ১১ই আষাঢ়, কলকাতার কলেজ স্ট্রিটের স্টুডেন্টস হলে সত্যেন্দ্রনাথ দত্তের স্মরণে শোকসভার আয়োজন করা হয়। ওই সভার সভাপতিত্ব করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শোকসভায় নজরুল সদ্য রচিত এই গানটি পরিবেশন করেছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল- ২৩ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • ফণি মনসা
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৫৮০।
       
  • পত্রিকা:
    • মাসিক বসুমতী। শ্রাবণ ১৩২৯ (জুলাই-আগষ্ট ১৯২৭) শিরোনাম: "সত্য"-প্রয়াণ-গীতি (বাউলের সুর) পৃষ্ঠা: ৫০৮।[নমুনা]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।