সন্ধ্যার আঁধার ঘনাইল মাগো (sondhyar adhar ghonailo mago)

সন্ধ্যার আঁধার ঘনাইল মাগো তুমি ফিরিলে না ঘরে।
শূন্য ভবনে ভয়ে মরি মা মন যে কেমন করে॥
তোমার বিরহে মা গভীর বিষাদে
শ্মশানে মশানে মহাকাল কাঁদে
সূযে তেজ নাই জ্যোতি নাই চাঁদে উঠিয়াছে হাহাকার চরাচরে॥
ক্ষুধার অন্ন নাই শুধায় না কেহ –
উপবাসী চিত্ত চায় মার স্নেহ;
মাতৃহারা হয়ে বিশ্বের সন্তান ফিরে আয় ফিরে আয় ডাকে কাতরে॥

  • রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ) মাসে প্রকাশিত 'চন্দ্রবিন্দু' সঙ্গীত-সংকলনে গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩২ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • চন্দ্রবিন্দু
      • প্রথম প্রকাশ: সেপ্টেম্বর ১৯৩১ (আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ)
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। চন্দ্রবিন্দু। ৪১। বেলাওল-একতালা। পৃষ্ঠা: ১৮৩]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।