সপ্ত-সিন্ধু ভরি' গীতি-লহরী।

সপ্ত-সিন্ধু ভরি' গীতি-লহরী।
হিল্লোলি 'হিল্লোলি' ওঠে দিবা বিভাবরী॥
এসো এসো বিরহী
আমি এনেছি বহি',
(সেই) সিন্ধুতে সাঁতরিতে সোনার তরী॥
কেন তীরের বালুকা ল’য়ে খেলিছ খেলা,
গাহন করিবে এসো (হের) ফুরায় বেলা।
বল বল সে কবে
অভিষেক হবে,
হে বিজয়ী! শুকাইল তীর্থ-জলের গাগরী॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩৮ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪৫) টুইন মাসে, রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ২ মাস।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। গান সংখ্যা ১৭৭০। পৃষ্ঠা: ৫২৬।
  •  
  • রেকর্ড: টুইন [আগষ্ট ১৯৩৮ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৫)। শিল্পী: কুমারী অলকা ঘোষ। সুর: নিতাই ঘটক। রেকর্ডটি বাতিল হয়]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।