সহসা কি গোল বাঁধালো পাপিয়া আর পিকে (sohosa ki gol badhalo)

সহসা কি গোল বাঁধালো পাপিয়া আর পিকে
গোলাপ ফুলের টুক্‌টুকে রঙ চোখে লাগে ফিকে॥
          নাই বৃষ্টি বাদল ওলো,
         দৃষ্টি কেন ঝাপ্‌সা হলো?
অশ্রু জলের ঝালর দোলে চোখের পাতার চিকে॥
পলাশ-কলির লাল আঁখরে বনের দিকে দিকে
গোপন আমার ব্যথার কথা কে গেল সই লিখে।
         মনে আমার পাইনে লো খেই;
         কে যেন নেই, কী যেন নেই।
কে বনবাস দিল আমার মনের বাসন্তীকে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন মাসে (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ) গানটি গানের মালা প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
  • গ্রন্থ: গানের মালা  প্রথম সংস্করণ [আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ৭৮। সিন্ধু-ভৈরবী মিশ্র-দাদরা।
  • বেতার: সঙ্গীতানুষ্ঠান: গীতিচিত্র 'ঝুমুর'। শিল্পী: শিল্পী-বিমল ভূষণ]
     
  • রেকর্ড: এইচএমভি। [ডিসেম্বর ১৯৩৪ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪১)। এন ৭৩১১। শিল্পী: মানিকমালা। সুর: তুলসী লাহিড়ী][শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি: সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি,ষষ্ঠ খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি ১৯৯৭)-এর ২৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ১০৪-১০৬।]  [নমুনা]
  • সুরকার:  তুলসী লাহিড়ী।
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: প্রকৃতি
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।