সাকি! বুলবুলি কেন

সাকি! বুলবুলি কেন কাঁদে গুল্‌-বাগিচায়।
ওকি মধু যাচে, কেন আসে না কাছে
অকরুণ পিয়াসে কেন মুখ-পানে চায়॥

ওর করুণ বিলাপ শুনি লতার গোলাপ আমি ঝুরিয়া মরি।
আমি কাঁটা-লতায় বাঁধা কুলবধূ, হায় যাই কেমন করি’!
ও যে-শিরাজি মাগে, দিতে ভয় লাগে,
তাহা সঞ্চিত থাক অন্তর-পেয়ালায়॥
কত চামেলি হেনা ওর আছে চেনা,
আমি কণ্টক-বিজড়িত গোলাপ-কলি,
মোর ডাক-নাম ধরে কেন ডাকে ঘুম-ঘোরে
ভিখারির বেশে চাহে প্রেমাঞ্জলি।
ও কি বুঝিতে পারে না মোর মৌন ভাষা,
রক্তিম হৃদয়ের ভালোবাসা,
ঝরার আগে সাকি ওরে আমি পাব নাকি
শুধু ক্ষণিকের তরে তৃষিত হিয়ায়॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।   ১৯৪০ খ্রিষ্টাব্দের ১৪ ডিসেম্বর (শনিবার ২৮ অগ্রহায়ণ ১৩৪৭), কলকাতা বেতারকেন্দ্র থেকে 'গুলবাগিচা' নামক গীতি-বিচিত্রা প্রচারিত হয়। এই গীতি-বিচিত্রায় অন্তর্ভুক্ত হয়ে এই গানটি প্রথম প্রচারিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ৬ মাস।
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা (গীতিবিচিত্রা)। নজরুল রচনাবলী অষ্টম খণ্ড [১২ ভাদ্র ১৪১৫, ২৭ আগষ্ট ২০০৮। পৃষ্ঠা ১৭২।]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ২১৯৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৫৯-৬৬০।
  • বেতার: গুল্‌বাগিচা  (গজল-গীতিচিত্র)। কলকাতা বেতার কেন্দ্র। [১৯৪০ খ্রিষ্টাব্দের ১৪ ডিসেম্বর (শনিবার ২৮ অগ্রহায়ণ ১৩৪৭)]  তৃতীয় অধিবেশন। সময়: রাত ৮টা থেকে ৮.২৯ মিনিট।
    • সূত্র:
      • বেতার জগৎ। ১১শ বর্ষ, ২৩ সংখ্যা। ১লা ডিসেম্বর ১৯৪০। পৃষ্ঠা: ১২৮৫

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।