সাগরে যে জোয়ার জাগে, জানে না তা চাঁদ

সাগরে যে জোয়ার জাগে, জানে না তা চাঁদ।
চাহি চাঁদে কোন্ সে-লোকে, ভাঙে কূলের বাঁধ॥

দখিন-হাওয়া গোপন পায়ে
যায় কাননে ফুল ফুটায়ে,
কুসুম ভাবে – এলো ও-কোন্ পরমাদ॥
কুঁড়ির বুকে শিশির ঝরি’ ফুটিয়ে তোলে ফুল,
নবীন তৃণের বার্তা আনে ঝড় নিমেষের ভুল।
আমি এলাম তেম্নি ক’রে
ঝড়ের বেগে তোমার ঘরে,
শান্ত বনে ফুল ফুটানো ফেলে চরণ-ছাঁদ॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ২৫৬৯ সংখ্যক গান। পৃষ্ঠা: ৭৮৮।

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।