সারা দিন ছাত পীটি হাত হুঁ দুখাইরে

সারা দিন ছাত পীটি হাত হুঁ দুখাইরে।
তবই তো পেট ভরকে খাইকা ন পায়ীরে॥
তু বোল্ বহিন আজ ঘরে কা কা পকাই হ্যায়
তু ওভি চুলহো তক্ বারো নাহি, বাচ্চা ভুকায়ে হ্যায়ে,

হমহুঁ কুছ খাওয়া নাহী বাল বানওয়া নাহী
সাস্ মোরী জুলমী ভোর উঠ্ সাতায়ে হ্যায় –
বৈরেন, ননদ, বহুতে হ্যর জায়ীরে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের ৪ জুলাই (শনিবার, ১৯ আষাঢ় ১৩৪৯), নিউ সিনেমা হল-এ মুক্তি পেয়েছিল হিন্দি ভাষায় নির্মিত 'চৌরঙ্গী' ছায়াছবি। এই সময় নজরুলের বয়স ছিল ৪৩ বৎসর ১ মাস।
     
  •  গ্রন্থ:  নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ২৪৯২। পৃষ্ঠা ৭৬৮]
  • চলচ্চিত্র: চৌরঙ্গী (হিন্দি) [১৯৪২ খ্রিষ্টাব্দের ৪ জুলাই (শনিবার, ১৯ আষাঢ় ১৩৪৯)। নিউ সিনেমা হল। কামিনদের গান। বিষয়: ছাদ পেটানোর গান]
  • রেকর্ড:মেগাফোন [জুলাই ১৯৪২ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৯)। নম্বর জেএনজি ১২৫৫। শিল্পী: আনিস খাতুন, শৈলদেবী প্রমুখ। সুর: নজরুল ইসলাম]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।