সারাদিন পিটি কার দালানের ছাদ গো (saradin piti kar dalaner)
চলচ্চিত্র: 'চৌরঙ্গী', তাল: দ্রুত-দাদ্রা
সমবেত : সারাদিন পিটি কার দালানের ছাদ গো
পাত ভ’রে ভাত পাই না, ধ’রে আসে হাত গো॥
১ম : তোর ঘরে আজ কি রান্না হয়েছে?
২য় : ছেলে দুটো ভাত পায়নি, পথ চেয়ে রয়েছে।
৩য় : আমিও ভাত রাঁধিনী, দেখ্ না চুল বাঁধিনী
শাশুড়ি মান্ধাতার বুড়ি মন্দ কথা কয়েছে।
৪র্থ : আমার ননদ বড় দজ্জাল বজ্জাত গো।
সমবেত : সারাদিন পিটি কার দালানের ছাদ গো
পাত ভরে ভাত পাই না, ধ’রে আসে হাত গো॥
১ম : এত খায় তবু ওদের বউগুলো সুঁট্কো
২য় : ছেলেগুলো প্যাঁকাটি, বাবুগুলো মুট্কো।
৩য় : এরা কাগজের ফুল, এরা চোখে চাঁদ দেখে না।
৪র্থ : ইটের ভিতরে কীটের মত কাটায় এরা রাত গো।
সমবেত : সারাদিন পিটি কার দালানের ছাদ গো
পাত ভরে ভাত পাই না ধ’রে আসে হাত গো॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের ১২ সেপ্টেম্বর (শনিবার, ২৬ ভাদ্র ১৩৪৯), রূপবাণী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছায়াছবি 'চৌরঙ্গী'। আবার মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে গানটির রেকর্ড প্রকাশিত হয়েছিল ১৯৪২ সেপ্টেম্বর মাসে (ভাদ্র-আশ্বিন ১৩৪৯)। এই সময় নজরুলের বয়স ছিল ৪৩ বৎসর ৩ মাস।
- চলচ্চিত্র:
- চৌরঙ্গী [১৯৪২ খ্রিষ্টাব্দের ১২ সেপ্টেম্বর (শনিবার, ২৬ ভাদ্র ১৩৪৯) রূপবাণী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। কামিনদের গান। বিষয়: ছাদ পেটানোর গান]
- রেকর্ড:
- মেগাফোন [সেপ্টেম্বর ১৯৪২ (ভাদ্র-আশ্বিন ১৩৪৯)। নম্বর জেএনজি ৫৬৩৬। শিল্পী মীরা, আভা, মৃদুলা, রেণুকা]
- মেগাফোন [সেপ্টেম্বর ১৯৪২ (ভাদ্র-আশ্বিন ১৩৪৯)। নম্বর জেএনজি ৫৬৩৬। শিল্পী মীরা, আভা, মৃদুলা, রেণুকা]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, একচল্লিশতম খণ্ড, অগ্রহায়ণ ১৪২৪] গান সংখ্যা ২৪। পৃষ্ঠা: ১০২-১০৫ [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: শ্রমজীবী মানুষের গান
- সুরাঙ্গ: লোক-আঙ্গিকের সুর
- তাল: দাদরা
- গ্রহস্বর: সা