সারা ভারত আজ, মোর করতলে।

সারা ভারত আজ, মোর করতলে।
শত্রু বধিয়াছি আমি নিজ ভুজবলে॥
বিভীষণ রক্ষপতি, সুগ্রীব দোসর,
মহাবীর হনুমান সদা পাশে মোর॥
লয়ে যাও দুই অক্ষৌহিণী সেনা ঠাট।
সদা রবে অশ্ব পাশে, না ঘটে বিভ্রাট॥
ভারত ভ্রমণ শেষে, বিজয়ীর বেশে।
যজ্ঞের অশ্ব লয়ে ফিরিবে এ দেশে॥
যজ্ঞ করি সমাপন, তুষিব সবারে।
অক্ষয় কীর্তি রবে, ভারত মাঝারে॥
নজরুল এসলামে বলে সমাচার।
বিঘ্ন ঘটিবে শেষে বনের মাঝার॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। চাপান সং। কুশ ও লব। প্রথম দৃশ্য (দ্বিতীয় গান)। রামচন্দ্রের গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১১২-১১৩।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৬৬০]
  • বিষয়াঙ্গ: রামায়ণের কাহিনি অবলম্বনে রচিত 'কুশ ও লব' পালার চাপান সং'-এর দ্বিতীয় গান। ভণিতা 'নজরুল এসলাম'।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।