সারি সারি আঁকা, ভরা মোর লেখা

সারি সারি আঁকা, ভরা মোর লেখা, ওরা পিপীলিকা নয়।
দংশন ওরা করিবে না প্রিয়া, ক’রো না ওদের ভয়॥
যদি ভয় জাগে ফেলিও দলিয়া
তব সুন্দর দু চরণ দিয়া,
ধন্য হবে গো, তোমার চরণে হয় যদি ওরা লয়॥
ওরা মৌমাছি, তোমার নামের মধু ল’য়ে দেশে দেশে,
বলে যেন, ওরে পৃথিবী এবার অমৃতে যাইবে ভেসে।
ওরা তারা, আসে আকাশের বুকে ছুটে
ওরা ফুল, ওঠে আঁধার গগনে ফুটে,
ওরা তব রূপ, ঝিকিমিকি করে আকাশে ভুবনময়॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ, ১৪১৭/ফেব্রুয়ারি, ২০১৪) । গান সংখ্য ২৫৭০। পৃষ্ঠা: ৭৮৯।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।