সাহারাতে ফুট্ল রে রঙ্গীন গুলে লালা (saharate futlo re rongin gule lala)
সাহারাতে ফুট্ল রে রঙ্গীন গুলে লালা
সেই ফুলেরি খোশরুতে আজ দুনিয়া মাতোয়ালা॥
সে ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ-সুরুজ গ্রহ-তারায়
ঝুঁকে প'ড়ে চুমে সে ফুল নীল গগন নিরালা॥
সেই ফুলেরি রওশনীতে আরশ কুর্সী রওশন
সেই ফুলেরি রঙ লেগে আজ ত্রিভুবন উজালা॥
চাহে সে ফুল জ্বীন ও ইন্সান্ হুরপরী ফেরেশ্তায়
ফকির দরবেশ বাদশা চাহে করিতে গলার মালা (তারে)।
চেনে রসিক ভ্রমর, বুলবুল সেই ফুলের ঠিকানা
কেউ বলে হযরত মোহাম্মদ কেউ বা কমলিওয়ালা॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের ভাদ্র মাসে প্রকাশিত ' জুলফিকার' গীতি-গ্রন্থে প্রথম অন্তর্ভুক্ত হয়ে প্রথম প্রকাশিত হয়। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৩ মাস।
- গ্রন্থ: জুলফিকার' ১৫ অক্টোবর ১৯৩২ (শনিবার ২৯ আশ্বিন ১৩৩৯)। ৯ম গান
- রেকর্ড: টুইন। মে ১৯৩৪ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১)। এফটি ৩২১৭। শিল্পী আব্বাস উদ্দিন [শ্রবণ নমুনা]
- স্বরলিপি: সুধীন দাশ। নজরুল-সঙ্গীত স্বরলিপি তৃতীয় খণ্ড(নজরুল ইন্সটিটিউট)। পৃষ্ঠা ৫৬-৫৯] [নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম। [রেকর্ডসূত্র]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামী গান)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: কাহারবা
- গ্রহস্বর: গ