সুখ-দিনে ভুলে থাকি, বিপদে তোমারে স্মরিয়া

সুখ-দিনে ভুলে থাকি, বিপদে তোমারে স্মরিয়া।
ডুবাবে কি তব নাম আমারে ডুবাইয়া॥
মা’র কাছে মার খেয়ে শিশু যেমন ডাকে মাকে
যত দাও দুখ শোক ততই ডাকি তোমাকে।
জানি শুধু তুমি আছ আসিবে আমার ডাকে,
তোমারি এ তরী প্রভু, তুমি চল বাহিয়া॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১২২। পৃষ্ঠা: ৬৩৯ ]

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।