চল মন আনন্দ-ধাম (chol mon anondo-dham)

         চল  মন আনন্দ-ধাম।
        চল মন আনন্দ-ধাম রে,
        চল আনন্দ ধাম
        লীলা-বিহার প্রেম লোক
        নাই রে সেথা দুঃখ শোক,
সেথা  বিহরে চির-ব্রজ-বালক 
        বন্‌শিওয়ালা শ্যাম রে
        চল আনন্দ-ধাম॥
        নাহি মৃত্যু নাহি ভয়,
        নাহি সৃষ্টি, নাহি লয়,
খেলে  চির-কিশোর চির-অভয় 

        সঙ্গীত ওম্ নাম রে
        চল আনন্দ ধাম॥
        নাহি চরাচর নাহি রে ব্যোম
        লীলা-সাথি গ্রহ রবি ও সোম,
        সঙ্গীত 'ওম্' নাম রে
        চল আনন্দ ধাম॥


১. অবাঙ্‌মনস -গোচরম্‌

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ) মাসে প্রকাশিত 'চন্দ্রবিন্দু' সঙ্গীত-সংকলনে গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩২ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • চন্দ্রবিন্দু
      • প্রথম প্রকাশ: সেপ্টেম্বর ১৯৩১ (আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ)
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। চন্দ্রবিন্দু। ৮। ভৈরবী-ভজন। পৃষ্ঠা: ১৬৭]
    • বনগীতি
      • প্রথম সংস্করণ [১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯)। ভজন। ভৈরবী-কারফা। পৃষ্ঠা: ৪৪]
  • রেকর্ড: এইচএমভি। এপ্রিল ১৯৩২ (চৈত্র ১৩৩৮-বৈশাখ ১৩৩৯)। এন ৪১৮৪। শিল্পী: মিস্ বীণাপাণি। ভৈরবী-দাদরা।
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দু ধর্ম, বৈষ্ণব)
    • সুরাঙ্গ: ভজন
    • রাগ: ভৈরবী
    • তাল:  দাদরা [দ্রুত]
    • গ্রহস্বর: মদ

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।