সুবল সখা! এই দেখ্‌ এই পথে তাহার

সুবল সখা! এই দেখ্‌ এই পথে তাহার,
সোনার নূপুর আছে পড়ে, বৃন্দাবনের বনমালী গেছে রে এই পথ ধরে।
হরি চন্দন গন্ধ পথে পথে পাই
ঝরা ফুলে ছেয়ে আছে বনবীথি ভাই।

ভ্রমে ভ্রমর শ্রীচরণ-চিহ্ন ঘিরে
রাঙা কমল ভ্রমে, ভ্রমে শ্রীচরণ-চিহ্ন ঘিরে।
ভাসে বাঁশির বেদন তার মদ সমীরে।
তারে খুঁজবো কোথায় – সেই চোরের রাজায় খুঁজবো কোথায়?
তারে খুঁজলে বনে, মনে লুকায়, চোরের রাজায় খুঁজবো কোথায়?
শ্রীদাম দেখেছে তারে রাখাল দলে,
গোপিনীরা দেখিয়াছে যমুনার জলে।
বাঁশরি দেখেছে তারে কদম শাখায়
কিশোরী দেখেছে তারে ময়ুর পাখায়।
বৃন্দা এসেছে দেখে রাখা মথুরায়,
যশোদানন্দ বলে কোলে সে ঘুমায়।
দে রে দেখায়ে দে কোথা ঘনশ্যাম
কবে বুকে পাব তারে, মুখে জপি যাঁর নাম॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের মে (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৪) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি এই গানের একটি রেকর্ড প্রকাশ করেছিল।  নজরুলের ইসলাম ৩৭ বৎসর ১১ মাস বয়স অন্তের শেষে গানটি রেকর্ড করা হয়েছিল।
     
  • গ্রন্থ:  নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। গান সংখ্যা ২১২৩। বৈতালিক। পৃষ্ঠা: ২৯২।
  • রেকর্ড: এইচএমভি [মে ১৯৩৭ খ্রিষ্টাব্দ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৪)।  এন. ৯৮৯৫। শিল্পী: কে মল্লিক। সুর: নজরুল ইসলাম।]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ  [নজরুল সঙ্গীত স্বরলিপি, পঁয়তাল্লিশতম খণ্ড, কবি নজরুল ইসলাম ইনস্টিটিউট। জুন ২০১৮] গান সংখ্যা ২৪। পৃষ্ঠা: ৮৬- ৯০ [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত [সনাতন হিন্দু ধর্ম, বৈষ্ণব]
    • সুরাঙ্গ: কীর্তন
    • তাল: তালফেরতা [দাদরা- কাহারবা]
    • গ্রহস্বর:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।