সৃজন ছন্দে আনন্দে নাচে নটরাজ (srijon chhonde anonde)

সৃজন ছন্দে আনন্দে নাচে নটরাজ
হে মহাকাল প্রলয়-তাল ভোলো ভোলো॥
            
ছড়াক তব জটিল জটা
            শিশু-শশীর কিরণ-ছটা
উমারে বুকে ধরিয়া সুখে দোলো দোলো॥
মন্দ-স্রোতা মন্দাকিনী সুরধুনী-তরঙ্গে
        ধুতুরা ফুল খুলিয়া ফেলি'
        জটাতে পরো চম্পা বেলী
শ্মশানে নব জীবন, শিব, জাগিয়ে তোলো॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র ১৩৪১) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম প্রকাশ করে। প্রকাশকালের সময়, নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর ৯ মাস।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।