হায় ঝ'রে যায় মোর আশা-কুসুম বারে বারে (hay jhore jay mor asha-kushum baare baare)

 রাগ: পাহাড়ি মিশ্র, তাল: কাহারবা
হায় ঝ'রে যায় মোর আশা-কুসুম বারে বারে।
ফিরে যায় কেঁদে বসন্ত কুঞ্জ-দুয়ারে॥
বহিল বৈশাখী ঝড়, ঝরিয়া গেল বনফুল,
বিঁধিছে কণ্টক স্মৃতির, উড়িয়া গেল গো বুল্‌বুল্।
যেন কার ব্যথিত নিশ্বাস শ্বসিয়া ফিরিছে হেথা,
দলিত রাঙা গোলাপে জাগিছে তাহারি ব্যথা।
            মুরছায় দশ দিশি যেন ব্যথা-ভারে॥
ছিল যথায় রাঙা ফুল-মেলা
আজি পাতা ঝরার সেথা খেলা,
অবেলায় বাজে বিদায়-বাঁশি বন-পারে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪০) মাসে মেগাফোন রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • গীতি-শতদল
      • প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। পাহাড়ি মিশ্র-কার্ফা]।
      • নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১ । গীতি-শতদল। গান সংখ্যা ৪৫। পাহাড়ি মিশ্র-কার্ফা। পৃষ্ঠা ৩০৭-৩০৮]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৭৯৩। রাগ: পাহাড়ি মিশ্র, তাল: কাহারবা । পৃষ্ঠা: ৫৩২]
       
  • রেকর্ড:  মেগাফোন [জুলাই ১৯৩৩ (আষাঢ়-শ্রাবণ ১৩৪০)]। জেএনজি ৬২। শিল্পী: ধীরেন দাস
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী
    • রাগ: পাহাড়ি মিশ্র
    • তাল: কাহারবা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।