সেই দেশে কি যাও গো মরুর কাফেলা (shei deshe ki jao go)

সেই দেশে কি যাও গো মরুর কাফেলা।
যে দেশে মোর বন্ধু কাঁদে একেলা॥
ঘর বাঁধি না বেদুইনের মেয়ে গো
আজ তাঁবু বেঁধে রাত জাগি পথ চেয়ে গো,
মরুর তৃষ্ণা তরুর ছায়ায় যায় না গো, কেঁদে যায় বেলা॥
মরুর যাত্রী বাণিজ্যে যাও আমারে এনে দিও,
ফিরতি পথে হারানো মোর বুরেক মানিক, মোর প্রিয়।
বলো তারে, যে গিরি ঝর্না এসেছিল মরুতে
ছেয়েছে সে-ঝর্না আজি, কাঁটা লতা তরুতে,
আর ফোটে না আমার বনে – গোলাপ, হেনা, চামেলা॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের ২৪ মে (শনিবার ১০ জ্যৈষ্ঠ ১৩৪৮) কলকাতা বেতারকেন্দ্র থেকে কাজী নজরুল ইসলামের রচিত ও পরিচালিত ' 'কাফেলা' গীতি-আলেখ্য প্রচারিত হয়েছিল। এই গীতি-আলেখ্যের গান হিসেবে এই অনুষ্ঠানে প্রচারিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ১১ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৫৭১। পৃষ্ঠা: ৭৮৯]
  • বেতার: সঙ্গীতালেখ্য: 'কাফেলা' [২৪ মে ১৯৪১ (শনিবার ১০ জ্যৈষ্ঠ ১৩৪৮)] রাত্রি ৮টা থেকে ৮.৩৯টা পর্যন্ত।
    [সূত্র: বেতার জগতের ১২শ বর্ষ, ১০ম সংখ্যায় [২৪ মে ১৯৪১ (শনিবার ১০ জ্যৈষ্ঠ ১৩৪৮). পৃষ্ঠা: ৫৭৬ ]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।